ASANSOL

RG KAR INCIDENT PROTEST :  আউটডোর বন্ধ, অন্যত্র রোগী দেখলেন সিনিয়র চিকিৎসকেরা, কর্মবিরতিতে পিজিটিরা

বেঙ্গল মিরর, আসানসোল,  রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে হওয়া আন্দোলনে  রাজ্যের অন্যান্য জায়গার সাথে সামিল হলো আসানসোল জেলা হাসপাতাল। জেলা হাসপাতালের সিনিয়র ডাক্তাররা বুধবার আরজি করের চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে নিজেরা নিজেদের নির্দিষ্ট আউটডোরে বসেননি। তবে রোগীদের যাতে হয়রানি না হয় তার জন্য তারা জরুরি বিভাগের উপরের তলায় এবং নিচের তলায় আলাদা করে বেশ কয়েকজন ডাক্তার একসাথে মিলে আউটডোরের মতো করে দূরদূরান্ত থেকে আসা রোগীদের দেখেছেন। প্রত্যেকেই কালো ব্যাজ পড়েছিলেন। তা পড়েই তারা রোগী দেখেছেন। তাদের পাশে ” বিচার চাই ,নিরাপত্তা চাই” দাবি জানিয়ে প্ল্যাকার্ড ছিল।


তবে এদিন আসানসোল জেলা হাসপাতালের আবাসিক পিজিটি ডাক্তাররা ( ডিএনবি কোর্স পড়া) ওপিডি বা আউটডোর বয়কট করেন। এর সাথে তারা এদিন নির্ধারিত অপারেশনের কাজেও যোগ দেননি।
এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা হলে তারা জানান, আরজি করের ঘটনার প্রতিবাদে আজকের এই আন্দোলন। আমরা চিকিৎসক খুনের সঙ্গে যুক্ত হত্যাকারীর কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।
এদিন শুধু আসানসোল জেলা হাসপাতাল বা অন্য  সরকারি হাসপাতালেই নয়, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও বন্ধ ছিলো আউটডোর। অনেক চিকিৎসকেরা তাদের প্রাইভেট চেম্বারও বন্ধ করে এদিনের আন্দোলনে সামিল হন।সবার দাবি,  যেভাবে ডাক্তারকে খুন করা হয়েছে তার জন্য দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।


এই প্রসঙ্গে আসানসোল জেলা হাসপাতালে সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, এদিন আউটডোরে আসা রোগীদের চিকিৎসা করা হয়েছে। দাঁত এবং চোখের আউটডোর চালু ছিলো। রোগীরা এই দুই আউটডোরে গিয়ে ডাক্তার দেখিয়েছেন। বাকি আউটডোরগুলির ডাক্তাররা একসাথে জরুরী বিভাগের উপরের তলায় এবং নিচের তলায় বসে রোগীদের চিকিৎসা করেছেন। এক্ষেত্রে পুলিশ সাহায্য করেছে। চিকিৎসা করাতে আসা রোগীরাও সহযোগিতা করেছেন। কোথাও কোন গন্ডগোল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *