আসানসোলে ওয়েলকাম গেটের উদ্বোধন
এইচএলজি মোড়ে হবে সৌন্দর্যকরন, জুবিলী মোড়ে তৈরি হবে বিশ্ব বাংলা গেট
বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আসানসোল শহরের জিটি রোড ও ১৯ নং জাতীয় সড়কের সংযোগস্থলে কালপাহাড়ি মোডে নবনির্মিত ওয়েলকাম গেট উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন মেয়র বিধান উপাধ্যায়। এর পরে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর এইচএলজি হাসপাতাল মোড় ফাউন্টেন সহ মোডের সৌন্দর্যায়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মেয়র বলেন, আসানসোল পুরনিগম আসানসোল শহরকে সুন্দর করে তুলতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে ওয়েলকাম গেট ও এইচএলজি হাসপাতাল মোড়ে সৌন্দর্য্যকরণের কাজ হয়েছে। জুবিলি মোড়ে বিশ্ব বাংলা গেট তৈরি করা হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আসানসোল পুরনিগম কতৃপক্ষ পুর এলাকায় থাকা দেশের সেনাবাহিনী ও প্রতিরক্ষায় যারা আছেন, তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা পুর এলাকায় বাড়ি নির্মাণের জন্য সাধারণ ক্ষেত্রে যে সাব প্লট ফি নেওয়া হয়, তা তাদের থেকে নেওয়া হবে না। তাদের ছাড় দেওয়া হবে। কেন না, তারা আমাদেরকে রক্ষা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বার, বোরো চেয়ারম্যান ডা. দেবাশীষ সরকার, কাউন্সিলর তরুণ চক্রবর্তী, প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে, এদিন সকালে আসানসোল পুরনিগমে দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে মেয়র বিধান উপাধ্যায় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের কমিশনার রাজু মিশ্র, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ওএস বীরেন অফিসার এবং অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানের পরে বিধান উপাধ্যায় সহ সকলে আসানসোল পুরনিগমের সদর দফতরের সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মেয়র বিধান উপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, এই দিনটি প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের দিন। প্রায় ২০০ বছরের দাসত্বের শৃঙ্খল ভেঙে ভারত স্বাধীন হয়েছিল অনেক ত্যাগ স্বীকার করে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতা। তিনি সবাইকে দেশের এই স্বাধীনতার গুরুত্ব ও তা রক্ষার প্রয়োজনীয়তা বোঝার কথা জানিয়ে বলেন, এখন সবাইকে ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে, এটাই হবে সবচেয়ে বড় দেশপ্রেম।