ASANSOL

আসানসোলে জেলা তৃণমূল কার্যালয়ে ৭৮ তম স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান, পতাকা উত্তোলনে মন্ত্রী ও সাংসদ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের জেলা পার্টি অফিসে বৃহস্পতিবার দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সেখানে হওয়া এক অনুষ্ঠানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা। সাংসদ দেশের সবাইকে ৭৮ তম স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়ে বলেন যে আসানসোল একটি মিনি ভারতবর্ষ। এখানে সবাই একসাথে বসবাস করেন। দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই ভ্রাতৃত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ।একইসঙ্গে মন্ত্রী মলয় ঘটক দেশের স্বাধীনতা দিবসে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন যে আসানসোল এমন একটি শহর যেখানে সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষ একসাথে বাস করে। এমন একটা দিনে দেশের জন্য আমাদের সকলের অঙ্গীকার করা উচিত । এই উপলক্ষ্যে আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, তৃনমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *