ASANSOLKULTI-BARAKARLatestNews

কাউন্সিলরের গাড়ি উল্টে নালিতে

Fb post

বেঙ্গল মিরর, কুলটি, ৫ই সেপ্টেম্বর ঃ- শাসকদলের কাউন্সিলর জিপ চালিয়ে সোদপুর গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। দুটি চাকা পড়ে যায় নালিতে। এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আসানসোল পুরো নিগমের 102 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু কর্মকার শনিবার দুপুরে সোদপুর গ্রামে যান একটি জিপ নিয়ে। গ্রামে ঢোকার পথে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। দুটি চাকা পড়ে যায় নালিতে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তার জেরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কাউন্সিলর রাজু কর্মকার এর সঙ্গে বেঙ্গল মিরর যোগাযোগ করতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Leave a Reply