ASANSOL

আসানসোল শিল্পাঞ্চলে সাড়ম্বরের সঙ্গে পালিত দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ  আসানসোল শহর সহ গোটা শিল্পাঞ্চলে বৃহস্পতিবার সাড়ম্বর ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এদিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব ও  বিভিন্ন সামাজিক সংগঠনে পতাকা উত্তোলন করা হয়। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক এস  পোন্নাবালাম জাতীয় পতাকা উত্তোলন করেন। আসানসোলে মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ে স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান হয়। সেখানে পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।  আসানসোল পুরনিগমের সদর দফতরে পতাকা উত্তোলন করলেন মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও পুর কমিশনার রাজু মিশ্র সহ অন্যান্যরা।

WATCH VIDEO


পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল  ডিআরএম অফিসে এদিন এক অনুষ্ঠানে ডিআরএম চেতনা নন্দ সিং জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এদিন দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ণপুরে সেইল আইএসপি বা বার্ণপুর ইস্কো কারখানা উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কারখানার ডিরেক্টর ইনচার্জ বিপি সিং জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।


রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমূলের জেলা কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মন্ত্রী ও সাংসদ জাতীয় পতাকা উত্তোলন করেন। আসানসোল আর্য কন্যা হাইস্কুলে পতাকা উত্তোলন করেন মন্ত্রী মলয় ঘটক।   উপস্থিত ছিলেন স্কুলের সম্পাদক জগদীশ প্রসাদ কেডিয়া, সভাপতি শিল্পপতি নাথমল শর্মা, শিল্পপতি বিজয় শর্মা, অরুণ শর্মা প্রমুখ।  আসানসোলের বাজারে হওয়া এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন বিনোদ গুপ্ত মুকেশ ঝা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *