BARABANI-SALANPUR-CHITTARANJAN

খেলা দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্যাট বল ও ফুটবল বিতরণ


বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ১৬ অগাষ্ট পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খেলা দিবস ঘোষণা করেছেন,
আর তাই খেলা দিবস দিনটিকে মাথায় রেখে
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের ১১ টি পঞ্চায়েতের প্রায় ৩৫টি ক্লাবের সদস্যদের হাতে ফুটবল এবং একটি দলের হাতে ব্যাট বল তুলেদেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং।তিনি জানান বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মত ব্লকের ৩৫টি ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।তাছাড়া আরো কিছু ক্লাবের সদস্য দের ব্যাট ও বল দেওয়া হয়েছে।

অন্যদিকে খেলা হবে দিবস উপলক্ষে তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবীদের হ্যান্ডবল খেলা। খেলা হবে দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন দুর্গাপুর পুরসভার পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *