রানিগঞ্জে শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করলেন সাংসদ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : দীর্ঘ অপেক্ষার পর এবার খনি শহর রানীগঞ্জ পেল মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দীর্ঘ ২০০ শয্যার বিশিষ্ট এই মাল্টি স্পেশালিটি হাসপাতালটি গড়ে উঠেছে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ধারেই ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে রানীগঞ্জ স্কয়ারের মধ্যে। সোমবার রাখি বন্ধন এর অনুষ্ঠানে দিনেই শুভদর্শনী মাল্টি স্পেশালিটি এই হাসপাতাল টির উদ্বোধন করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিশিষ্ট চিত্র তারকা শত্রুঘ্ন সিনহা।
জাতীয় সড়কের ধারেই অবস্থিত এই হাসপাতালটি ২৪ ঘন্টা খোলা থাকবে আর তার সাথেই থাকছে বিশেষ ক্রিটিকাল কেয়ার ইউনিট তা কিভাবেই চিকিৎসা জগতের যে সকল জটিল চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই সবগুলিও এই হাসপাতালের একই ছাদের তলায় পাওয়া যাবে বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর তার সাথেই জাতীয় সড়কের ধারে দুর্ঘটনা প্রবণ এলাকায় হিসেবে এই এলাকাটি থাকায় এর মধ্যে দুর্ঘটনা গ্রস্থ মানুষজন এদের যাতে দ্রুত চিকিৎসা করা যায় তার জন্য থাকতে বিশেষ চিকিৎসা পরিকাঠামো
সোমবার শুভ উদ্বোধনের দিনেই সাংসদের হাতেই শিলার আবরণ উন্মোচন থেকে শুরু করে, ফিতে কেটে দ্বার উদঘাটন করে, প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্তশুভদর্শিনী হাসপাতালের ডিরেক্টর শান্তি স্বরূপ পারহি, রতিকান্ত রাউত, ম গায়ত্রী পারহি এবং লক্ষ্মীপ্রিয়া প্রুষ্টি সহ বহুবিশিষ্ট্য জন।
এদিনের এই উদ্বোধনী পর্বে এসে শত্রুঘ্ন সিনহা জানান দীর্ঘদিন ধরেই তার স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য নানান পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবারও রানীগঞ্জের মুখে আরো একটি বিশেষ স্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় চিকিৎসা জগতে আরো অনেক সুযোগ সুবিধা রানীগঞ্জ তথা আশেপাশের মানুষজন পেতে পারবে বলেই আশা প্রকাশ করেন তিনি। একই সাথেই চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার কি কি অবদান রয়েছে ও চিকিৎসা জগতে আরো কিভাবে এলাকাকে উন্নত করা যায় সে সকল বিষয়ে বিস্তর আলোকপাত করেন তিনি। একইভাবে এলাকায় যাতে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ও এলাকায় চিকিৎসা পরিষেবা যাতে আরো উন্নত হয় সে বিষয়ে তিনি আগামীতে উদ্যোগ গ্রহণ করবেন বলেই দাবি করেন। এই বক্তব্যকে বাস্তবায়িত করার অঙ্গীকার করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত। দিনের এই সামগ্রিক কর্মকাণ্ডের সাথেই এক রক্তদান শিবিরের আয়োজন করেন শুভদর্শনী মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ, তারাই দিন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা কে রক্ত সংগ্রহের জন্য আমন্ত্রণ জানান। সেখানেই এদিন অন্ডালের এক অনাথ আশ্রমের শিশুদের বিভিন্ন পড়াশোনা সহায়ক সামগ্রী ও উপহার তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শুভদর্শনী হাসপাতালের সহ সভাপতি রনি মুখার্জি জানান, বর্তমানে এই দুশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি আগামীতে চিকিৎসা ব্যবস্থা বাড়ার সাথেই এখানে তা সাড়ে ৩০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ছাড়াও, থাকছে সমস্ত চিকিৎসা ব্যবস্থা একই ছাদের তলায়। আর খুব শীঘ্রই এই হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ডেও চিকিৎসা পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান।