আসানসোলে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগ নারীদের সম্মান রক্ষায় চালু এ্যাপ ” প্রহরী “, কটাক্ষ শাসকের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ঠিক এই মুহুর্তে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে বাংলা তথা গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন ভাবে এই ঘটনা নিয়ে সরব হয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষেরা।
এমন আবহে রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। নারীদের সম্মান রক্ষায় চালু হলো এ্যাপ ” প্রহরী”। সোমবার রাতে আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন ঢলিলজে দলের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই এ্যাপ কথা জানান। এদিকে মঙ্গলবার বিজেপি নেতার এই উদ্যোগকে কটাক্ষ করেন তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু।
রাখী পূর্ণিমার রাতে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা বলেন, আসানসোল এলাকায় ” প্রহরী” নামে একটি নতুন অ্যাপ চালু করা হলো। এর মাধ্যমে আসানসোল এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা চেষ্টা করা হবে। এই অ্যাপে দুটি ফোন নম্বর রয়েছে। যখনই কোন নারী সমস্যায় পড়বেন, তখন এই এ্যাপে তা জানাতে পারবেন। তা জানার পরে আমাদের স্বেচ্ছাসেবকরা ঐ নারীদের কাছে পৌঁছে যাবেন। তারা তাদের উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আরো বলেন, বর্তমানে এই অ্যাপটি শুধুমাত্র আসানসোলে চালু থাকবে। যে কেউ প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটির প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার কারণ হলো বাংলার পুলিশ প্রশাসন নারী বা মহিলাদের সুরক্ষার বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এ কারণেই এই অ্যাপটি চালু করতে হয়েছে। তিনি বলেন, রাখি উপলক্ষে আসানসোলের মহিলাদের জন্য এটি আমার একটি ছোট উপহার।
বিজেপি নেতার এই উদ্যোগ নিয়ে মঙ্গলবার কটাক্ষ করেন তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু। তিনি বলেন, এটা একটা ভাঁওতা ছাড়া কিছু নয়। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এইসব করে মিডিয়ায় প্রচারে থাকতে চান। নারীর নিরাপত্তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দাসু বলেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে এতোটাই নিয়ে এতই উদ্বিগ্ন হন তাহলে তিনি নন্দীগ্রামে যান না কেন? তিনি স্পষ্টভাবে বলেন, যে এখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে গোটা রাজ্যে আন্দোলন চলছে, তাই তিনিও কিছু একটা করে ভেসে থাকতে চান।