RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পুরনো স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ:   জনবহুল আবাসন এলাকায় পুরনো দিনের স্কুল বিল্ডিং ধ্বসে গিয়ে আতঙ্ক  ছড়ালো এলাকায়। ঘটনাটি রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারির ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় মহাবীর কোলিয়ারির শিং দাওরায় অবস্থিত রয়েছে কাজোড়া দামোদা ইসিএল স্কুল , সেই স্কুল বর্তমানে কমিউনিটি হলে পরিবর্তিত হয়েছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হতো এই কমিউনিটি হলে ছোট ছেলেরাও খেলাধুলা করত এখানে। হঠাৎ করেই সেই জরাজীর্ণ অবস্থায় থাকা কমিউনিটি হল গতকাল রাত্রের বৃষ্টিতে ধসে পড়ায় মানুষ জন আতঙ্কে রয়েছেন একই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৫০০টিরও বেশি বাড়িঘর।

এ বিষয়ে সানি ও এলাকার মানুষজন এশিয়ার কর্তৃপক্ষকে জানালেও খনি আধিকারিকেরা মানুষজন পাঠিয়েও এলাকাটি স্থিতিশীল করার কোন ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। আর এরই ফলে এই ধসের ঘটনা আবারো ঘটতে পারে বলেই আতঙ্কিত রয়েছেন সকলে। তাদের দাবি এ সি এল ম্যানেজমেন্ট অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মত ঘটনাও ঘটতে পারে। স্থানীয় এলাকায় লক্ষ্য করে দেখা যায় ঘন জনবসতির ধারেই এই কমিউনিটি হলে ১০ এর এই ঘটনায় তাদের বাড়িঘরেও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয়দের দাবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এখনো পর্যন্ত এ বিষয়ে ইসিএল আধিকারিকদের কোন মতামত সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *