ASANSOL

এডিসিপির নারী “নিরাপত্তা সচেতনতা কর্মসূচি”, নজরদারিতে ” শক্তি ” বাহিনী

বেঙ্গল মিরর, বার্ণপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আরজি করের ঘটনা বলতে গেলে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকড় দিনের আলোয় এনে ফেলেছে। তাই এবার সেই ব্যর্থতাতে সামাল দিতে রাজ্য সরকার বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট উঠেপড়ে লেগেছে। চিকিৎসক সংগঠন ও আন্দোলনের চাপে রাজ্যের প্রায় সব থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোর কদমে সাজানো হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকায় মহিলাদের  নিরাপত্তার নজরদারিতে নামানো হয়েছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ” শক্তি ” বাহিনীকে।

বুধবার বিকেল নাগাদ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা এলাকায় “নারী নিরাপত্তা সচেতনতা কর্মসূচি” পালন করা হয়। নেতৃত্বে ছিলেন এসিপি হিরাপুর ঈপ্সিতা দত্ত এবং আসানসোল মহিলা থানার ওসি স্নেহন্বিতা মন্ডল। সঙ্গে ছিল “শক্তি ” বাহিনীর সদস্যরা। তারা হীরাপুর থানা এলাকায় বিশেষত: বার্নপুর রোড চিত্রা সিনেমা মোড়ের কাছে গ্যালাক্সি মলে ঘুরে দেখেন। কথা বলেন গ্যালাক্সি মলে কেনাকাটা করতে আসা বিভিন্ন মহিলাদের সঙ্গে তাদের সমস্যার কথাগুলো তারা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি কোন বিপদে পড়লে তাদের সাথে যোগাযোগ করবার পরামর্শ দেন। এরপরে তারা মল কতৃপক্ষের সঙ্গেও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। পরবর্তীতে হীরাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় তারা ঘুরে দেখেন। মহিলাদের কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপুর্ন পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

আসানসোল দুর্গাপুর পুলিশের নারী শক্তিবাহিনী টিমের নম্বর হল: 9147889425

আসানসোল দুর্গাপুর পুলিশের মহিলা হেল্পলাইন “অভয়া” এর নম্বর হল: 9147889431

প্রসঙ্গত: উল্লেখ্য, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এই ” শক্তি ” বাহিনী। কালো পোশাক পড়া এই ” শক্তি ” বাহিনীর মহিলার পুলিশ কর্মীরা স্কুটি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়ায়। কোন জায়গায় মহিলারা রাস্তায় বেরিয়ে কোন ধরনের সমস্যায় এই ” শক্তি ” বাহিনী আসে। রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *