ASANSOL

লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ এর পক্ষ থেকে গরিবদের খাওয়ানো হলো

বেঙ্গল মিরর, আসানসোল : লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ এর পক্ষ থেকে আসানসোলের স্টেশন রোডে বাসুকিনাথ সেবা সমিতিতে গরিবদের মানুষদের দুপুরের খাবার খাওয়ানো হলো । লায়ন্স ক্লাবের সিনিয়ার পদাধিকারী কুন্তল মুখোপাধ্যায়ের বাবার বাৎসরিক উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানে উপস্থিত ছিলেন গৌতম মুখোপাধ্যায়, তাপস মজুমদার, মিন্টু দেব, সুরঞ্জন ধর, ভজন মুখোপাধ্যায় প্রমূখ।

Leave a Reply