বাম ছাত্রনেতার মৃত্যু বার্ষিকীতে অন্ডালে স্বেচ্ছায় রক্তদান শিবির
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২০০৫ সালের ২৭ আগষ্ট একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিলো পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরার বাসিন্দা বাম ছাত্রনেতা ( ডিওয়াইএফআই ও এসএফআই) সোমনাথ সরকারের মৃত্যু হয়। তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছরের মতো এইবছরও মঙ্গলবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো ডিওয়াইএফআই ও এসএফআইয়ের খান্দরা শাখা । এবছর ১৮ তম বর্ষে পা দিলো এই রক্তদান শিবির।
প্রত্যেক বছরে মতো এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে এবছরও তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। মোট ৪০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন। শিবির থেকে সংগ্রহ রক্ত যাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বলে জানান সিপিআইএম নেতা অঞ্জন বক্সী।
তিনি বলেন, বর্তমানে রক্তের যেমন প্রয়োজন রয়েছে, তেমনই পরিবেশের স্বার্থে প্রয়োজন রয়েছে গাছেরও । আর সে কারণেই এদিন স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল একটি করে গাছের চারা। এদিনের এই রক্তদান শিবিরটি হয় অন্ডালের খান্দরা কমিউনিটি হলে।