রানীগঞ্জে বিজেপির বন্ধ সমর্থক আর পুলিশের মধ্যে ধস্তা-ধস্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বিজেপির ডাকা বাংলা বন্ধে বুধবার সকাল থেকেই রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন তারই অঙ্গ হিসেবে রানীগঞ্জের মুখ্য বাসস্ট্যান্ডে, বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির রানীগঞ্জ শহর মন্ডলের সভাপতির নেতৃত্বে, বাসস্ট্যান্ডে গিয়ে রুখে দিল সব কটি বাস। তারা এদিন বাসস্ট্যান্ডের মধ্যেই সকাল সাতটার থেকে তাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু করে। দেখা যায় বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক এদিন তাদের দলীয় পতাকা হাতে নিয়ে, বাসস্ট্যান্ডে যাতায়াত করা বাসগুলির সামনে রাস্তার ওপর বসে পড়ে।
এই বিষয় লক্ষ্য করেই তড়িঘড়ি রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনারস্থলে পৌঁছে, বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করলেও পুলিশের সঙ্গেই একপ্রকার ধস্তাধস্তি লেগে যায় বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির কর্মী সমর্থক দাবি করে, আর জি করের বিচার চাইতে তাদের কর্মী সমর্থকরা কলকাতার রাজপথে বিক্ষোভ দেখালে, পুলিশ তাদের ওপর অন্যায় ভাবে বর্বরচিত হামলা চালিয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না, বলেই দাবি তাদের।
এই ঘটনার প্রতিবাদে ও বিজেপি কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে, এই দাবি তুলে তারা বাস চলাচল বন্ধ করে, অবিলম্বে আর জি করার বিচার চায়, ও বিজেপির ওপর অন্যায় অত্যাচার বন্ধ করার দাবি তুলে প্রতিবাদের সরব হয়। এ মুহূর্তে এখনো পর্যন্ত বাসস্ট্যান্ডের লাগোয়া এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা তাদের আন্দোলনে অনড় রয়েছেন।
দেখা গেছে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক এদিন বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় জড় হয়েছে, তারা এদিন দাবি করে যে বন্ধের রাজনীতি তারা চায় না, তারা চায় সুস্থ স্বাভাবিক ভাবে চলুক জনজীবন। বুধবার এই বিষয়কে নিয়ে দুই রাজনৈতিক দলকে একে অপরের বিপরীতে চোখে চোখ রাঙাতে দেখা গেল।