ASANSOL

আসানসোলে ছিনতাই করে পুকুরে ঝাঁপ দিল, উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: গত প্রায় এক মাস ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এসবি গড়াই রোড এবং হটন রোড সংলগ্ন ৪৮ নম্বর ওয়ার্ডের সুমথপল্লী , রাসডাঙ্গা, বুধা এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ছিনতাই এর ঘটনা লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এবার বুধবার সন্ধ্যায় আসানসোল পৌর কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হল।

বুধবার সন্ধ্যায় সানিয়া প্রসাদ নামে সেন্ট্রাল পার্কের বাসিন্দাএকটি কিশোরী মেয়ে বুধা মেন রোড দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় ওই যুবকরা একটি বাইকে করে আসে এবং তাদের মধ্যে একজন বাইক থামিয়ে তার হাত থেকে পার্স ছিনিয়ে নেয়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে মেয়ে চিৎকার করতে থাকে। এমন অবস্থায় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাইক আরোহীদের ধাওয়া করে, বাইক আরোহীরা একটি রাস্তায় প্রবেশ করলেও তাড়াহুড়ো করতে গিয়ে তাদের মধ্যে একজন মাটিতে পড়ে যায়। অপর বাইক আরোহী বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এবং যে বাইক থেকে পড়ে গিয়েছিল শ দৌড়ে গিয়ে স্থানীয় একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। ওই যুবক স্থানীয় মানুষের কাছ থেকে আত্মগোপন করে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা ধরে ওই পুকুরের চারধারে এলাকাবাসীরা ঘিরে রাখে।

ওই যুবককে প্রায় ১ ঘণ্টা পরে পুকুর থেকে তাকে বের করা হয়। স্থানীয় এক যুবক তাকে টেনেহিঁচড়ে বের করে আনে। এরপরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ওই জায়গায় পৌঁছয়। এরপর স্থানীয়দের পক্ষ থেকে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এই বিষয়ে জানানো হয়। এই বিষয়ে পুলিশ তদন্ত করছেসন্ধ্যায় এ ধরনের ঘটনা ঘটার কারণে ৪৮ নম্বর ওয়ার্ডের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *