ASANSOL

আসানসোলে বাম সংগঠনের অবস্থান বিক্ষোভ, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন : মীনাক্ষী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত:  কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে বামপন্থী সংগঠন সিটু, কৃষক সভা, ক্ষেত মজুরইউনিয়ন, ব্যাঙ্ক, বীমা ও ১২ জুলাই কমিটির তরফে একটি যৌথ বিক্ষোভ অবস্থান হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, পার্থ মুখোপাধ্যায় এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতারা।


বিক্ষোভ অবস্থান থেকে এই ঘটনায় দোষীদেরকে  সনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বাম নেতারা বলেন, পুলিশ প্রশাসন প্রথম দিন থেকেই এই ঘটনায় আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এখন আর তা হবে না। ডিওয়াইএফআই, এসএফআই সহ বাম সংগঠনগুলি প্রথম দিন থেকেই এই ইস্যুতে আন্দোলন করে আসছে। এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই ইস্যুতে বামপন্থীদের আন্দোলন চলবে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ডিওয়াইএফআই ও  এসএফআই প্রথম দিন থেকেই এই ঘটনা নিয়ে আন্দোলন করে আসছে। যতক্ষণ না নিহত চিকিৎসকের পরিবার সুবিচার পাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

তিনি আরো বলেন, যখন পুলিশ প্রশাসন মৃত চিকিৎসকের দেহ সবার কাছ থেকে লুকিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো, তখন ডিওয়াইএফআই ও এসএফআইয়ের সদস্যরা এর বিরোধিতা করে। সেই চেষ্টা বন্ধ করে দেন।  পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সংগঠনগুলো ক্রমাগত আন্দোলন করছে। তখন রাজ্য সরকার কিছু বামপন্থী নেতার বিরুদ্ধে মামলা করছে। তিনি বলেন, পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক না কেন তারা বামপন্থীদের দমিয়ে রাখতে পারবে না। যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে , ততক্ষণ গোটা রাজ্য জুড়ে বামপন্থীদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *