RANIGANJ-JAMURIA

জামুড়িয়া শিল্প তালুকে বেসরকারি কারখানার ঘটনা, চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে কর্মীর দেহ রেখে বিক্ষোভ

বেঙ্গল মিরর, জামুড়িয়া, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ চাকরি ও ক্ষতি পূরণের দাবিতে আসানসোলের জামুরিয়ায় শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার গেটের সামনে এক কর্মীর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দা প্রতিবেশীরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই বিক্ষোভ চলে।
দাবি জানানো হয়, অবিলম্বে মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
শেষ পর্যন্ত বেসরকারি কারখানা কর্তৃপক্ষ দাবি নিয়ে আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার দুপুর বারোটার পরে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়।


পরিবার সূত্রে জানা গেছে, জামুড়িয়া থানার শেখপুরের বাসিন্দা শিবু টুডু নামে এক ব্যক্তি জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের এক বেসরকারি স্পঞ্জ কারখানায় কাজ করতেন। গত ১৩ আগষ্ট কাজ করার সময় কারখানায় অসুস্থ হয়ে পড়েন।তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে ২৮ আগস্ট বুধবার বিকেলে মারা যায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বুধবার রাত ৯ টার সময় ঐ কর্মীর মৃতদেহ জামুড়িয়ায় ঐ কারখানায় নিয়ে আসেন। সেই মৃতদেহ তখন থেকেই কারখানার গেটের সামনে রেখে চাকরি ও ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ দেখানো শুরু হয়।


মৃত কর্মীর আত্মীয় বাবলু হাঁসদা বলেন,  প্রায় ১৫ ঘন্টার মৃতদেহ রাখার পর কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কথা বলে আমাদের দাবি মানার আশ্বাস দেন। এরপর বৃহস্পতিবার দুপুরের পরে মৃতদেহ সেখান থেকে তোলা হয়ে।
প্রসঙ্গতঃ,  এর আগেও ২০২০ সালে এই বেসরকারি কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক কর্মী। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজ পাননি। এদিন তাদের তরফে দাবি করা হয়েছে, অবিলম্বে এই দুই পরিবারের দুজনকে চাকরিতে নিয়োগ  করা হোক।
কারখানা কতৃপক্ষ এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *