ASANSOL

আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে রক্তদান শিবির ও কৃতিদের সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের ডামরা বিধান স্মৃতি শিক্ষা নিকেতনে ( উঃ মা ) শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। একই সঙ্গে এদিন এক অনুষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়  প্র্রথম বিভাগে উত্তীর্ণ ৩০জন ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হয় । এছাড়াও এদিন নবরূপে সজ্জিত কম্পিউটার রুমের উদ্বোধন হয়। পাশাপাশি স্কুলের  ছাত্রছাত্রীদের মধ্যে ডিসিপ্লিন কার্ড বিতরণ করা হয় । শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী ও স্কুল  পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে এদিনের রক্তদান শিবিরে মোট ৬০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এই উপলক্ষ্যে হওয়া অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।সভাপতিত্ব করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি  বাদল মিশ্র মহাশয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের ৮৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মহাশয় এবং মিনা কুমারী হাঁসদা। এছাড়াও  এলাকার বিভিন্ন সমাজসেবী ও অভিভাবকরা উপস্থিতি ছিলেন ।বিধান স্মৃতি শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির  দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায় স্কুলের  সামাজিক দায়বদ্ধতার এমন নজিরকে কুর্নিশ জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *