ASANSOL

বিজেপি ও বামপন্থীরা আরজি কর নিয়ে রাজনীতি করছে : আইন মন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত :  আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজি করের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কর্মীরাও পাল্টা রাস্তায় নেমে এসেছে।
এদিন আসানসোল ও কুলটিতে একটি বিক্ষোভ সভা  হয়।  আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বার করা হয়। আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড রাজ্যের আইন ও শ্রম  মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দক্ষিণা কালী মন্দিরের কাছে বিক্ষোভ সভা হয় ।


কাউন্সিলার গোপা হালদার,  বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ছাড়াও ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যায় তৃনমুল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন।  মন্ত্রী বলেন কলকাতায় যে ধরণের ঘটনা ঘটেছে তা খুব বেশি। যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলায় নতুন কোন কিছু করে উঠতে পারেনি সিবিআই।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করে আসছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন।  যারা ধর্ষণে দোষী তাদের ফাঁসি হয়েছেশাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। একদিকে তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি ও বামপন্থীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।
অন্যদিকে, এদিন একইসঙ্গে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সভা হয়। সেখানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লছিপুর গেট থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের


কুলটি তৃণমূল কংগ্রেসের
লাচ্ছিপুর গেট থেকে নিয়ামতপুর নতুন সড়ক পর্যন্ত মিছিল বার করা হয়।  প্রায় দুই কিলোমিটারের এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় প্ল্যাকার্ড নিয়ে  অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবিতে জানানো হয়।
প্রসঙ্গতঃ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযুক্তদের ফাঁসি দাবি করেছিলেন।এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন।


লছিপুর গেট থেকে এই মিছিল শুরু হয়ে নিয়ামতপুর মাদ্রাসা দেবী মন্দির, কোয়েরী পাড়, মুচিপাড়া, নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর নতুন সড়ক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান  উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, যুব সভাপতি বিমান দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *