আরজি কর কান্ডের বিচার চেয়ে আসানসোলে গ্রামের মহিলাদের উদ্যোগে মোমবাতি মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আরজি কর কান্ডের বিচার চেয়ে যতদিন যাচ্ছে ততই সরব হচ্ছেন সাধারণ মানুষ।
রবিবার সন্ধ্যায় এই ঘটনার বিচার চেয়ে আসানসোলে আরো একটি মোমবাতি মিছিল বেরোয়। আসানসোলের মহিলাদের উদ্যোগে হওয়া এই মিছিল আসানসোলের এসবি গরাই রোডের আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রামসায়ের ময়দান থেকে এই মিছিল শুরু হয়।
মোমবাতি হাতে এই মিছিল গোটা আসানসোল গ্রাম ও আশপাশের এলাকা ঘুরে আবার রামসায়ের ময়দানে এসে শেষ হয়।
উদ্যোক্তাদের তরফে ঝুমা রায় ও মউ রায় বলেন, আমরা এর শেষ দেখে ছাড়বো। কেননা যে ঘটনা ঘটেছে, তা যেভাবেই হোক না কেন ভাষায় নিন্দা করা যায় না। দেরী করে হলেও, আমরা মহিলারা আজ মোমবাতি হাতে মিছিল করেছি। তারা আরো বলেন, বিচার না পাওয়া পর্যন্ত এইভাবেই আমরা রাস্তায় থাকবো।