RANIGANJ-JAMURIA

দূষণ নিয়ন্ত্রণের দাবি স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  ১ বছরে ১০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন দূষণের জেরে, বলেই দাবি। আর তারপরও নাকি আরো বৃহৎ যন্ত্র এনে কোনো দূষণ নিয়ন্ত্রণ ছাড়াই আবারো দূষিত ধোয়ার দাপট অব্যাহত রেখেছে মঙ্গলপুর শিল্প তালুকের শ্রী সত্যা নামের স্পঞ্জ আয়রন কারখানা। এবার তারা ২০০ টনের ক্লিন লাগিয়ে স্পঞ্জ আয়রন তৈরি তোড়জোড় শুরু করেছে। তবে দূষণ নিয়ন্ত্রণ থেকে শুরু করে এলাকাবাসীদের কথাবার্তা শোনার জন্য করা হয়নি কোন জন শুনানির আয়োজন।

মঙ্গলবার বিকেলে এমনই সব দাবি করে বক্তানগর এলাকার কয়েকশ গ্রামবাসী কারখানা গেটের সামনে দূষণ নিয়ন্ত্রণের দাবি তুলে ও অবিলম্বে দূষণ ছড়ানো যন্ত্র বন্ধ করার দাবিতে কেউ কারখানা গেট থাপড়ে,কেউ বা লাথি মেরে বিক্ষোভ দেখায় চলে দীর্ঘক্ষণ স্লোগান তুলে দূষণের বিরুদ্ধে ও এই কারখানার সঙ্গে গোপনে বোঝা পড়া করেছে গ্রামের কোন কোন সদস্য তার নাম প্রকাশের দাবি করে তারা বিক্ষোভ আন্দোলন দেখায়। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ আন্দোলনের জেরে কারখানা কর্তৃপক্ষ কারখানা গেটের সামনে হাজির হয়ে বিক্ষোভকারীদের মাঝে শীঘ্রই এই দূষণ বন্ধ করার তারা উদ্যোগ নেবেন বলে জানান দেন।

যদিও কি কারণে এতদিন ধরে দূষণ তারা ছড়িয়েছে তা নিয়ে নিরব থেকে, কারখানার এক আধিকারিক দাবি করেন তারা পরবর্তীতে দূষণ যাতে না ছড়ায় তার জন্য উদ্যোগ নিচ্ছেন। একইভাবে জন জনশুনানির মাধ্যমে তারা এই কারখানার সম্প্রসারণের কাজ করেছিলেন বলেই জানান দেন। তবে কারা সেই জনশুনানিতে ছিল সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেন না। মঙ্গলবার এই সকল বিষয় নিয়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় মঙ্গলপুর শিল্পতালুকের শ্রী সত্যা নামক কারখানা গেটের সামনে। পরে গ্রামবাসীরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হলে, বুধবার থেকে কারখানা গেটে অনশন মঞ্চ করে লাগাতার অবস্থান বিক্ষোভ করবেন বলেই হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *