আসানসোলে ট্রাফিক নিয়মের সচেতনতায় ” সেফ ড্রাইভ সেভ লাইফ” র অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়:
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সাধারণ মানুষদেরকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ভগৎ সিং মোড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্ট সাউথ ট্র্যাফিক গার্ড “সেফ ড্রাইভ সেভ লাইফ “র প্রচারে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ” সেফ ড্রাইভ সেভ লাইফ”র এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ আইপিএস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি (ট্রাফিক) প্রদীপ মন্ডল, এসিপি (ট্রাফিক ১) সৌরভ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সুজিত ভট্টাচার্য, ওসি ট্রাফিক রাম অযোধ্যা মিশ্র,এসআই বিপ্লব বন্দোপাধ্যায় সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।
এই উপলক্ষে এদিন আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় থেকে সাতাইশা মোড় পর্যন্ত র্যালি বার করা হয়। তার মাধ্যমে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু হেলমেটও বিলি করা হয়।