জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে রবিবার আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি।




এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার ডিআই সুনীতি সাঁপুই সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। এদিন এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলো।
- SAIL ISP सेफ्टी विभाग में तृणमूल पार्षद की दबंगई, वीडियो वायरल
- “90% निवेशक नहीं बना पाते करोड़ों का पोर्टफोलियो – क्या आप भी उनमें से एक हैं ?
- আসানসোলে ছিনতাইয়ের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ৪, উদ্ধার ২ লক্ষ টাকা
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 2लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी