RANIGANJ-JAMURIA

অবৈধ টোটোর ওপর প্রশাসনের কড়াকড়ি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : অবশেষে অবৈধ টোটোর ওপর প্রশাসনের কড়াকড়ি। জাতীয় সড়কের ওপর দিয়েই টোটো যাতায়াত করলেই পুলিশ করছে আটক বলে অভিযোগ। ঘটনায় অন্ডালের কাজোড়া মোড়ে টোটো চালকরা হরতালে নেমেছেন। প্রায় ২০০ জন টোটো চালক টোটো দাঁড় করিয়ে আন্দোলনের শামিল। টোটো চালকদের দাবি, পুলিশ ও আরটিও তরফে টোটো আটক করা হচ্ছে, বলা হচ্ছে রেজিস্ট্রেশন করানোর জন্য যাতে লাগছে প্রায় ৩০ হাজার টাকা বলে টোটো চালকরা জানান। এতগুলো টাকা একেবারে কোথা থেকে পাবেন এটাই ভাবাচ্ছে টোটো চালকদের।

টোটো চালকরা বলছেন, তাদেরকে সঠিক নিয়ম-কানুন বুঝিয়ে দেওয়া হোক কোন রুটে তারা টোটো চালাতে পারবেন। কেননা টোটোর উপর নির্ভর করে চলছে বহু সংসার। তাই হঠাৎ করে টোটোর বন্ধ হয়ে গেলে প্রচুর বেকার যুবক ও সংসার ফের একবার ভেসে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *