RANIGANJ-JAMURIA

পড়ুয়াদের মনে ভয়-ভীতি কাটানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করল আসানসোল দুর্গাপুর পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :আর জি করের ঘটনায় দিকে দিকে যখন আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ ঠিক তখনই স্কুল পড়ুয়াদের মনে ভয়-ভীতি কাটানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ। সোমবার তারা জে কে নগর হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের বাজে পৌঁছে কিভাবে তারা চাইল্ড ট্রাফিকিং রুখতে পারবে, সাইবার সচেতনতা গড়ে তুলতে পারবে বাল্যবিবাহ রোধ করতে পারবে, মাদকের কুপ্রভাব থেকে কি ভাবে বাঁচবে, মহিলাদের উত্ত্যক্ত করলে কি করনীয় রয়েছে ও সেভ ড্রাইভ সেভ লাইফ কিভাবে সম্ভব সে সকল বিষয়গুলিকে, সকলের মাঝে জানান দিতে উদ্যোগ গ্রহণ করেন।

এদিনের এই কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত হন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত, নিমচা ফাঁড়ির আইসি মলয় দাস, রানীগঞ্জের সেকেন্ড অফিসার ইন্সপেক্টর অজয় বাগ, সাইবার ক্রাইম বিভাগের অফিসার আফজাল রাজা, জে কে নগর এস বি আই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার রাহুল মুন্সি, যেখানেগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম সহ বহু প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন প্রশাসনিক সূত্রে বেশ কিছু টেলিফোন নাম্বার ছাত্র-ছাত্রীদের মধ্যে দেওয়া হয়, যার মাধ্যমে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে অসময়ে, দুর্ভোগে পড়লে ও কোনরূপ কোন সহায়তা চাইতে যোগাযোগ করার জন্য ব্যবহার করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *