ASANSOLKULTI-BARAKAR

নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার, গ্রেফতার পাঁচ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : –নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গানম্যানের কাজ করছিল বেশ কয়েকজন। দুর্গাপুরের কোকোভ্যান থানা এই ঘটনায় প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য। আর এরপরেই কুলটি থানার পুলিশি অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ।

পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই এই ব্যক্তিরা বেসরকারি গানম্যান এর কাজ করতো বিহার থেকে এই বন্দুক আনা হতো এবং রিসিভার এর মাধ্যমে এই বন্দুক নিয়ে তা নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই পুরো চক্র টি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা।
ধৃত রা হল বিকি যাদব, শেখ রেফাই,প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি, জগনারায়ন সিং। ধৃতর কুলটি থানার ধেমোমেইন, কুলটি ও ঝাড়খন্ডের বাসিন্দা।
দুটি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ।


অন্যদিকে কল্যাণেশ্বরীতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে একই সাথে উদ্ধার হয় চুরি যাওয়া জিনিসপত্র এই ঘটনা নিয়েও এদিন আলোকপাত করেন ডিসি সন্দীপ কাররা। উদ্ধার হয় চুরিযাওয়া মোবাইল ফোন সহ মোবাইল ল্যাপটপ ক্যামেরাসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ।এই দুটি ঘটনার সাংবাদিক বৈঠকে পুলিশের পক্ষ থেকে যানানো হয়।উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারারা, ACP কুলটি এসকে জাভেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারীক কার্তিক চন্দ্র ভুঁই সহ পুলিশ অধিকারীকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *