পরিবেশ বাঁচাতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ
বেঙ্গল মিরর, আসানসোল : সারা বিশ্বে উষ্ণায়নের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলের আবহাওয়া এবং বিশেষত তাপমাত্রা গত এক দশকের মধ্যে বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে। আসানসোলের চিরাচরিত শুষ্ক গরমের সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক আদ্রতা। এর মূল কারণ শিল্পাঞ্চলে আধুনিকতার ছোঁয়া লাগাতে গিয়ে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। অতীতে যে পরিমাণ বৃক্ষ ছিল তা বর্তমানে আর নেই।গাছ কেটে ফেলার পরিবর্তে সেই পরিমাণ বৃক্ষরোপণ জরুরী।
আর এই বৃক্ষরোপণ করতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থ।
লায়ন্স ক্লাব অফ আসানসোল নর্থের পক্ষ থেকে কুন্তল মুখার্জী জানান ডিএভি মডেল স্কুল ও ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ১০০ টি চারা গাছ লাগানো হয়। ডিএভি মডেল স্কুলের প্রিন্সিপাল অমিত দাস লাইন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এখানে উপস্থিত ছিলেন লায়ন তাপস মজুমদার, অরিজিৎ পুইতন্ডী সুরঞ্জন ধর অভিষেক গুপ্ত সুভাষ ব্যানার্জি মিহির গুহ কানাই দাস সিদ্ধার্থ রয় প্রমুখ।