BARABANI-SALANPUR-CHITTARANJAN

পৃথ্বীরাজ এর হোটেল থেকে উদ্ধার চার চাকা গাড়ি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দুর্গাপুর পুলিশ ,সালানপুর পুলিশ ও রূপনারায়ণপূর পুলিশ এর যৌথ অভিযানে টানা দুইদিন ধরে রুপনারায়নপুরে দুই ব্যবসায়িক এর বাড়িতে অভিযানের পরে তাদের বাড়ি দুটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং গ্রেফতার করা হল পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রীকে।তবে এখনো অধরা রয়েছে পৃথ্বীরাজ আসওয়াল ও অজয় দাস ।পুলিশ এখনো সালানপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ এবারে হিন্দুস্তান কেবেলস এর জায়গায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা একটি রেস্টুরেন্টে এর সামনে থেকে একটি লাল রঙের চারচাকা কিয়া গাড়ি উদ্ধার করে যেটির নম্বর(WB 30AJ9867)। জানাজায় নাকি ঐ রেস্টুরেন্টটি পৃথ্বীরাজ অসওয়ালের ছিল।সেখানেও বিভিন্ন ধরনের অবৈধ কাজকারবার চলত।
তবে ঘটনার পর থেকেই হিন্দুস্তান কেবেলসের রাস্তার পাশেই থাকা রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে । প্রসঙ্গত দুর্গাপুরের কোটি টাকার ছিনতাই এর মামলা কেন্দ্র করেই এই অভিযান।
জানাগেছে সেই ছিনতাই এর মামলায় সালানপুর থানার পিঠাকেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথিবী রাজ জয়সওয়াল ও রূপনারায়নপুরের হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাস এর সংযোগ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *