জামুড়িয়া শিল্প তালুকে কারখানার ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকা কর্মীর , বাঁচাতে গিয়ে আহত ভাই
বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ লোহার রড বাইন্ডিং করার সময়, পাশ দিয়ে যাওয়া ইলেকট্রিকের আরথিং তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ঠিকা কর্মীর। আহত হয়েছেন আরো এক ঠিকা কর্মী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আসানসোলের জামুড়িয়া থানার জামুড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায়। মৃত ও আহত দুই ঠিকা কর্মী সম্পর্কে দাদা ও ভাই। তাদের বাড়ির বাকুঁড়া জেলার গঙ্গাজলঘাঁটির বিসিন্দা গ্রামে। মৃত ঠিকা কর্মীর অলোক বাউরি (৪৮)। আহত ঠিকা কর্মীর নাম ভজন বাউরি (৩০)। তাকে জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য দূরে থাকায় অল্পের জন্যে প্রাণে বেঁচে যায় আরো ৪ জন।
জানা গেছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা দাদা, ভাই অলোক বাউরি, ভজন বাউরি সহ বেশ কয়েকজন একটি ঠিকাদার কোম্পানির হয়ে জামুড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় সিভিল ঠিকা কর্মী হিসাবে কাজ করতেন। এদিন ঐ কারখানার ভেতরে অলোক, ভজন সহ আরো ৪ জন লোহার রড বাইন্ডিংয়ের কাজ করছিলেন। তারা যে জায়গায় কাজ করছিলেন, তার পাশ দিয়েই গেছে বিদ্যুৎবাহী তারের আর্থিং কানেকশন। কাজ করার সময় অলোক সেই তারের সংস্পর্শে চলে আসেন। এর ফলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। তার এই অবস্থা দেখে, বলতে গেলে পাশেই থাকা ভাই ভজন দৌড়ে আসেন, দাদাকে বাঁচানোর জন্য। তাতে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। দাদা ও ভাই একসঙ্গে সেখানে লুটিয়ে পড়েন। সামান্য দূরে কাজ করছিলেন তাদের সহকর্মী আরো ৪ জন। কিন্তু, সামান্য দূরে থাকায় তারা বেঁচে যান। যা দেখে অন্য ঠিকা কর্মীরা দৌড়ে আসেন। সঙ্গে আরথিং লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে অলোক বাউরিকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত অবস্থায় ভজন বাউরিকে ভর্তি করা হয় জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে।
এই দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা কারখানার অন্য এক ঠিকা কর্মী দীপক লায়েক বলেন, ঐ কারখানার ভেতরে অলোক বাউরি ও ভজন বাউরি সহ মোট ৬ জন সিভিল ঠিকা কর্মী হিসাবে রড বাইন্ডিংয়ের কাজ করছিলাম। পাশ দিয়ে গেছে আরথিং তার। আমরা জানতাম ঐ তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে। কিন্তু আচমকাই ঐ তারের সংস্পর্শে চলে দাদা ও ভাই। একজন প্রথমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান। তিনি আরো বলেন, দুজনের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
জানা গেছে, মৃত অলোক বাউরি বিবাহিত।
এদিকে, পুলিশ জানায়, জামুড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় হওয়া এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করা হয়েছে। একজন মারা গেছে। আহত হয়েছে আরো একজন।
তবে, ঐ বেসরকারি কারখানা কতৃপক্ষের তরফে ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। তারা বলেন, ঠিক কি ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।