ASANSOL

আসানসোলের সাংসদের সঙ্গে সাক্ষাৎ রানিগঞ্জ সিটিজেনস্ ফোরামের, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রানিগঞ্জ সিটিজেনস ফোরামের পক্ষ থেকে শুক্রবার আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার গেস্ট হাউসে দেখা করেন। এই সাক্ষাৎ পর্বে সংগঠনের তরফে সাধারণ সম্পাদক প্রদীপ নন্দী, আরপি খৈতান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  তারা আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহার সাথে দেখা করে রানিগঞ্জের বেশ কিছু সমস্যার সম্পর্কে তাকে অবহিত করেন। পাশাপাশি সেইসব সমস্যা সমাধানের জন্য তার কাছে অনুরোধ জানানো হয়।


পরে রানিগঞ্জ সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক বলেন, সাংসদের সাথে দেখা করে রানিগঞ্জের কিছু সমস্যা সমাধানের জন্য অনুরোধ করা হয়। আমাদের মুল দাবির মধ্যে ছিলো রানিগঞ্জকে আবারও সাবডিভিশন বা মহকুমা করার বিষয়টি। ১৮৪৭ সাল থেকে ১৯০৬ সাল পর্যন্ত রানিগঞ্জ মহকুমা ছিলো। এরপর আসানসোলকে মহকুমা দেওয়া হয়।

তিনি আরো বলেন, আসানসোলকে মহকুমা করা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে রানিগঞ্জকেও মহকুমা করা দরকার। এদিন সাংসদের সামনে রানিগঞ্জ সিটিজেনস্ ফোরামের সদস্যরা রানিগঞ্জ সংক্রান্ত আরও অনেক সমস্যার বিষয়ে বলেছেন। সাংসদ আমাদের মতামত শুনেছেন। সেইসব সমস্যা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আশ্বাস সাংসদ আমাদেরকে দিয়েছেন বলে দাবি রানিগঞ্জ সিটিজেনস্ ফোরামের সাধারণ সম্পাদকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *