আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত মানুষদের পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত মানুষদের পুনর্বাসন ও এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হলো। শনিবার আসানসোলের সার্কিট হাউসে হওয়া এই প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। আসানসোল সার্কিট হাউসের এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, বিভিন্ন বিধানসভার বিধায়ক ও একাধিক সরকারি দপ্তরের আধিকারিকরা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240914-wa02338284741454571461071-500x281.jpg)
বৈঠক শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই কয়লাখনি এলাকার ধস কবলিত বিভিন্ন এলাকা রয়েছে। এইসব এলাকার মানুষদের পুনর্বাসন নিয়ে একটা প্রকল্প রয়েছে। কেন্দ্র সরকারের কাছ থেকে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের পাওয়া রয়েছে ৭ হাজার কোটি টাকার মতো। সেই টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা । তার মধ্যে ১২০০ কোটি টাকা ও পরে আরো ৩০০ কোটি টাকা পাওয়া গেছে। তিনি আরো বলেন, ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকা, জামুড়িয়া ও বারাবনিতে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। ধস কবলিত গ্রাম থেকে বাসিন্দাদের কিভাবে এইসব ফ্ল্যাটে শিফটিং বা স্থানান্তরিত করা হবে, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। আমাদের লক্ষ্য এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করা। শিফটিং নিয়ে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য ঐসব এলাকার বিধায়কদের ডাকা হয়েছিলো। গোটা বিষয়টি তাদেরকে দেখতে বলা হয়েছে। তারা এলাকায় মিটিং করে কথা বলে, সব সমস্যার সমাধান করবেন। তিনি বলেন, আগে যে ঝড়িয়া মাস্টার প্ল্যান ছিলো, তা ফলো করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে।