পৃথ্বীরাজ অসওয়ালের বাড়িতে ফরেনসিক দল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দুর্গাপুরে কোটি টাকা ছিনতাই মামলায় জড়িত রূপনারায়ানপুরের ফাকরাডি বাসিন্দা পৃথ্বীরাজ অসওয়ালের বাড়িতে বুধবার দুপুরে এলো ফরেনসিক দল।তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।জানা যায় তার বাড়ি থেকে বিশেষ কিছু নমুনা সংগ্রহ করতে এদিন পুলিশ ও রাজ্য ফরেনসিকের দল আসেন।
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে দুর্গাপুরে একটি ছিনতাই এর ঘটনায় তদন্ত চলাকালীন রূপনারায়নপুর শহরের দুইজন ব্যবসায়ীকের নাম উঠে আসে ।যাদের নাম হল পৃথ্বীরাজ য়াসওয়াল ও অজয় দাস । দুর্গাপুর পুলিশ ও রুপনারপুর পুলিশ অভিযান চালানোর পর দুটি বাড়ি সিল করে দেওয়া হয়। এবং পৃথিবীর স্ত্রীকে গ্রেফতার করা হয় কারণ ওই বাড়ি থেকে একটি বেআইনি অস্ত্র পাওয়া গেছিল ।
আর তারপরেই পুলিশ জোর কদমে তদন্তের নেমে পড়ে। সেখান থেকে প্রচুর অর্থসহ গাড়ি ও উদ্ধার করা হয়।
আর আজকে দুর্গাপুর থেকে
দুর্গাপুর থানার পুলিশ ও ফরেনসিকের দল আছেন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।