আসানসোল ও দূর্গাপুরের ১১৭০ টি কমিটি নেবে সরকারি অনুদান
পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও পুলিশ কমিশনারের উপস্থিতিতে দূর্গাপুজো কো-অর্ডিনেশন মিটিং,
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : এবারের দূর্গাপুজোয় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার ১১৭০ টি দুর্গাপূজো কমিটি পাবে রাজ্য সরকারি অনুদান। শনিবার বিকেলে আসানসোলের রবীন্দ্র ভবনে আসন্ন দূর্গাপুজোকে সামনে রেখে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ” কো-অর্ডিনেশন মিটিং ” হয়। এদিনের মিটিংয়ে ৯ টি পুজো কমিটির সদস্যদের হাতে ৮৫০০০ টাকার চেক দেওয়া হয় বলে জানিয়েছেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।




এদিনের মিটিংয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল এবং ওয়েস্ট জোনের পূজো কমিটিগুলিকে নিয়ে এই সমন্বয় বৈঠক বা কো-অর্ডিনেশন মিটিং হয়। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান , আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসিপি (হেডকোয়ার্টার) ডঃ অরবিন্দ কুমার আনন্দ, ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ, ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত থানার অফিসার ইনচার্জ, দমকল বিভাগ, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।