ASANSOL-BURNPUR

হিরাপুর থানা পুলিশের তৎপরতায় ঘন্টা দেড়েকের মধ্যেই উদ্ধার ১ লক্ষ টাকার গয়না সহ ব্যাগ

বেঙ্গল মিরর, বার্ণপুর , সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের  হিরাপুর থানার পুলিশের তৎপরতায় ঘন্টা দেড়েকের মধ্যেই উদ্ধার হল দম্পতির খোয়া যাওয়া ১ লক্ষ টাকার সোনার গয়না সমেত ব্যাগ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বার্ণপুর শহরে।


   পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় এলাকার বাসিন্দা লালবাবু রায় পুজোর কেনাকাটা করতে সস্ত্রীক আসানসোলে আসেন। এরপর তিনি তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে দুপুর নাগাদ টোটো করে আসানসোলের বার্ণপুরের চিত্রা সিনেমা মোড়ের কাছে গ্যালাক্সি মলে আসেন। এরপর কোন কারণে তাড়াহুড়োয় অসাবধানতায় তিনি টোটো থেকে নামার সময় গয়না সমেত ব্যাগটি নিতে ভুলে যান।

টোটো থেকে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি তার ব্যাগ ভুলে যাওয়ার ব্যাপারটি বুঝতে পারেন।  সঙ্গে সঙ্গে তিনি ঐ টোটোর খোঁজ করতে থাকেন।  কিন্তু গ্যালাক্সি মল চত্বরে তিনি ঐ টোটোর কোন খোঁজ পাননি। এরপরে দুপুর দুটো  নাগাদ তিনি হিরাপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। হিরাপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে টোটোর খোঁজ করতে বলে। পাশাপাশি গ্যালাক্সি মল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপরেই
হিরাপুর থানার পুলিশ কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই বার্নপুর স্টেশন রোড চত্বর থেকে  টোটোর খোঁজ মেলে। টোটো থেকে খোয়া যাওয়া ব্যাগ সহ সোনার গয়না উদ্ধার করা হয়। ঘন্টা কয়েকের মধ্যে খোয়া যাওয়া গয়না সমেত ব্যাগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রায় দম্পতি। এরজন্য হিরাপুর থানার পুলিশকে ধন্যবাদ জানান রায় দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *