ASANSOL

আসানসোল সিবিআই আদালতে ১৮ বছর পরে সাজা ঘোষণা, রানিগঞ্জ ডাকঘর আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত

সহকারী পোস্ট মাস্টারের তিন বছরের সশ্রম কারাদণ্ড

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* ১৮ বছর আগে হওয়া রানিগঞ্জ ডাকঘর বা পোস্ট অফিস ২০০ কোটি আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় সোমবার সাজা ঘোষণা হলো আসানসোল বিশেষ সিবিআই আদালতে। সাজা প্রাপ্ত দ্বীগবিজয় মুখোপাধ্যায় রানিগঞ্জ পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার ছিলেন। সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তাকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে দেন। সেই জরিমানা অনাদায়ে দোষী সাব্যস্ত হওয়া সহকারী পোস্ট মাস্টারকে আরো ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

गौ तस्करी CBI चार्जशीट

এই মামলায় মোট ৬৯ জন সাক্ষী দিয়েছেন। সিবিআই পিসি আইনের ( প্রিভেনশন অফ করাপশন এ্যাক্ট) ৩৯/২ (১) নং ধারায় মামলা করেছিলো। এই মামলায় দোষী সাব্যস্ত সহকারী পোস্ট মাস্টারের স্ত্রীও অন্যতম অভিযুক্ত হিসাবে ছিলেন। কিন্তু এই মামলা চলাকালীন তিনি মারা গেছেন। সিবিআই আদালত সূত্রে জানা গেছে, সাজা প্রাপ্ত পোষ্ট মাস্টার এই রায়ের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। এই মামলায় সিবিআইয়ের পিপি বা সরকারি আইনজীবী হিসেবে ছিলেন রাকেশ কুমার।


জানা গেছে, সিবিআই এই মামলায় তদন্ত করতে নেমে এই সহকারী পোস্ট মাস্টারের ৫৩ লক্ষ  টাকার আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছিলো। এই সম্পত্তি তার কোথা থেকে এলো, তার কোন সদুত্তর তিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের দিতে পারেননি বলে জানা গেছে। সিবিআই সূত্রে জানা যায়, এই পোস্ট মাস্টারের একাধিক আত্মীয় পরিজনদের নামে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট বা এনএসপি ও কিষাণ বিকাশ পত্র বা কেবিপি হদিশ পাওয়া গেছিলো।


সিবিআই সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে রানিগঞ্জ পোস্ট অফিসে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ২০০৬ সালে এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব পায়। তারা সবমিলিয়ে ১১ টি মামলা করেছিলো। তার মধ্যে এখনো পর্যন্ত দুটো মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে। সোমবার যে সাজা ঘোষণা করা হয়েছে, সেটি দ্বিতীয় মামলা। যাতে ১৮ বছর পরে অভিযুক্ত সহকারী পোস্ট মাস্টারের তিন বছর সশ্রম কারাদণ্ড হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *