ASANSOL

নতুনভাবে আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, আসানসোল কোর্ট মোড়ের বুলু চ্যাটার্জি হাইটসে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: বুধবার দুপুরে নতুনভাবে আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হলো আসানসোলের ব্যস্ততম স্থান কোর্ট মোড়ে বুলু চ্যাটার্জি হাইটস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। যেটি রায়পাড়া কালী মন্দির এর বিপরীতেই রয়েছে। বস্তুত, আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার গত প্রায় কুড়ি বছর ধরে আসানসোলের মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা দিয়ে আসছে।

এদিন দুপুরে ফিতে কেটে ওই ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন ইসকনের মহারাজ কানাই কেশব দাস, মহারাজ পূর্ণাত্মা দাস, আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার জয়ন্তী রায় ও জয়ন্তী রায়ের মাতৃদেবী ধীরা গাঙ্গুলী। পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কাউন্সিলর ববিতা দাস, বিজয় কুমার, পুষ্পাঞ্জলি মুখার্জি, অভিজিৎ গাঙ্গুলী এবং ঋদ্ধিশ মুখার্জি সহ আরো অনেকে।

আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারে কর্ণধার জয়ন্তী রায় বলেন, গত প্রায় কুড়ি বছর ধরে তারা শিল্পাঞ্চলের মানুষকে পরিষেবা দিয়ে আসছেন মূলত তাদের লক্ষ্য বিশেষ করে যারা দু:স্থ এবং নিম্নবিত্ত মানুষ তাদের পরিষেবা দেওয়া। জয়ন্তী দেবী আরো বলেন আগের সেন্টার সঠিক জায়গায় থাকলেও একদম কোর্ট মোড়ের মূল রাস্তার ওপর হওয়ার ফলে মানুষের আরো পৌঁছতে সুবিধে হবে এবং সেক্ষেত্রে আরও উন্নত মানের পরিষেবা তাদের পক্ষ থেকে তারা দিতে পারবেন।


এছাড়া এখানে নতুন ডক্টরস চেম্বার রয়েছে। তাদের সেন্টার এর পক্ষ থেকে তারা মনিপাল হসপিটাল, নারায়নি হসপিটাল এবং বিভিন্ন বহুজাতিক হাসপাতালের সাথে টাই আপ করেছেন এবং সেখান থেকে চিকিৎসকেরা এখানে এসে চেম্বার থেকে মানুষকে চিকিৎসা পরিষেবা দেবেন।পুজোর পর থেকে নিউরো পেডিট্রিশিয়ান, কার্ডিওলজিস্ট ছাড়াও অন্যান্য চিকিৎসকেরা পরিষেবা দেবেন ।


এই মুহূর্তে সিটি স্ক্যান, এমআরআই না থাকলেও ভবিষ্যতে তিনটা রয়েছে সিটি এবং এমআরআই পরিষেবা শুরু করার। এছাড়া তারা একটি ডিসকাউন্ট কুপন দিচ্ছেন যে কুপন নিয়ে মানুষ তাদের কাছে কোনো টেস্ট করাতে এলে একটি নির্দিষ্ট হারে ডিসকাউন্ট তারা দেবেন যার ফলে চিকিৎসা সংক্রান্ত খরচের থেকে সাধারণ মানুষের সাশ্রয় হবে।ইতিমধ্যেই তাদের সেন্টারে কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, হাই রেজোলিউশন ইউএসজি, ইকো এবং কালার ডপলার, ৭২ ঘন্টা হোল্টার মনিটর, পালমোনারি ফাংশন টেস্ট, ইসিজি, ইইজি, ইএমজি, এনসিভি, বেরা, টিমফ্যানোমেট্রি, অডিওমেট্রি, লিম্বস ডপলার সহ বিভিন্ন টেস্ট করা হয়। সেক্ষেত্রে এটা আশাই করা যায় শিল্পাঞ্চলের মানুষের ক্ষেত্রে আশীর্বাদ ডায়াগনস্টিক গত কুড়ি বছর ধরে মানুষকে যে পরিষেবা দিয়ে এসেছে সেটি আরো উন্নততর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *