ASANSOL

কাপড় কাচতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু রেল হাসপাতালের ঠিকা কর্মীর

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ* রোগীদের কাপড় কাচতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো আসানসোলে ডিভিশনাল রেল হাসপাতালের এক ঠিকা কর্মীর। বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার জিটি রোড লাগোয়া রেলের লোকো ট্যাংক বা পুকুরে এই ঘটনাটি ঘটেছে। আসানসোল দক্ষিণ থানার বস্তিন বাজারের বাসিন্দা মৃত কর্মীর নাম মহঃ আখতার হুসেন হাওয়ারি ( ৩৮)।

file photo


পুলিশ সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো এদিন সকালে আসানসোলের ডিভিশনাল রেল হাসপাতালের কাপড় কাচতে আসানসোল লোকো ট্যাঙ্ক আসানসোল দক্ষিণ থানার বস্তিন বাজারের বাসিন্দা মহঃ আখতার হুসেন হাওয়ারি। আচমকাই সে ট্যাঙ্কের জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে দৌড়ে আসেন। বেশ কিছুক্ষুনের চেষ্টায় তারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, মৃত যুবক মৃত রেল হাসপাতালের কাপড় কাচার কাজ করতো। প্রত্যেকদিনের মতো বুধবার সকালে রেলের লোকো ট্যাংকে কাপড় কাচতে গিয়ে অসাবধানতার কারণে জলে পড়ে গিয়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্য জেলা হাসপাতালে আসেন। দুপুরে ময়নাতদন্তের পরে পুলিশ পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেয়।

Leave a Reply