আসানসোল পুরনিগমের উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অধ্যাপক পিকে দে সরকার, কাউন্সিলর ববিতা দাস সহ অন্য পুর কর্মীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।




অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কিছু বলা মানে হলো সূর্যকে প্রদীপের আলো দেখানোর মতো। বিশেষ করে নারীর শিক্ষার প্রসারের জন্য তিনি অনেক কিছু করেছেন। এর সাথে সাথে তিনি সমাজ সংস্কারে অনেক কিছু করেছেন। তিনি বিধবা বিবাহের প্রচলন শুরু করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান শিক্ষাবিদ এবং সেইসঙ্গে বাংলার সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারকদের একজন ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ।
গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বলে অভিহিত করেন। তিনি বলেন, এই মানুস তার সারা জীবন শিক্ষার প্রসারে এবং সমাজ থেকে খারাপ সবকিছু দূর করার জন্য ব্যয় করেছিলেন। এমন মহান ব্যক্তিদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো, যাতে সমাজের উন্নতি হয় ও নতুন প্রজন্ম তাদের আদর্শে অনুপ্রাণিত হয়।