রানিগঞ্জ পুলিশের অভিযান, গাড়ি সহ গ্রেফতার ভিন জেলার দুই যুবক, উদ্ধার পিস্তল ও কার্তুজ
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজা সহ উৎসবের মরশুম আসন্ন। সেই কারণে আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সবরকম প্রচেষ্টা শুরু করেছে। শুরু হয়েছে কড়া নজরদারি ও তল্লাশি। সেই কাজেই শুক্রবার রাতে বড়সড় সাফল্য পেলো আসানসোল দূর্গাপুর পুলিশের রানিগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। রানিগঞ্জের রানিসায়ের আন্ডারপাস থেকে একটি কালো গাড়ি সহ গ্রেফতার করা হলো ভিন জেলার দুই যুবককে। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে একটি পিস্তল ও দুটি কার্তুজ। ধৃত দুই যুবকের নাম হলো মিঠুন দাস ও লাডলা কুমার।
জানা গেছে, অন্যদিনের মতো শুক্রবার রাতে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ১৯ নং জাতীয় সড়কে নজরদারি চালাচ্ছিলো। সেই সময় পুলিশ রানিসায়ের আন্ডারপাসের কাছে একটি কালো চার চাকার গাড়ি থামায়। সেই গাড়িতে থাকা মিঠুন দাস ও লাডলা কুমারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি তল্লাশি করে গাড়ি থেকে একটি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে গাড়িতে থেকে মিঠুন দাস ও লাডলা কুমারকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সন্তোষজনক উত্তর দিতে না পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মিঠুন দাস উত্তর ২৪ পরগনা জেলার নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা এবং লাডলা সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এই দুই যুবক ১৯ নং জাতীয় সড়কে ট্রাক ছিনতাই, ডাকাতি এবং অপহরণের পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশ আগেই তাদেরকে ধরে ফেলে। ধৃত দুজনকে শনিবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য রানিগঞ্জ থানার পুলিশ আদালতে আবেদন করেছে বলে জানা গেছে। পুলিশের এক আধিকারিক বলেন, আর কারা এই দুই যুবকের সঙ্গে রয়েছে তা খুঁজে বের করতে এখন তদন্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।