আসানসোলে তৃনমুল মহিলা কংগ্রেসের তরফে মানববন্ধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার আসানসোলের জিটি রোডের বিএনআর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় , সিকে রেশমা মৌসুমী বসু, কাহকাশা রিয়াজ সহ পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল মহিলা কংগ্রেসের অন্য নেত্রী ও কর্মীরা।
এদিনের এই কর্মসূচি থেকে তৃনমুল মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এবং আরজি কর নির্যাতিতার বিচারের দাবিতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা ভারতের আর কোথাও দেখা যায় না। স্বাস্থ্য সাথী হোক বা কন্যাশ্রী বা রূপশ্রী, এরকম অসংখ্য প্রকল্প রয়েছে যার ফলে বাংলায় সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন ঘটেছে।
লক্ষ্মী ভান্ডারের মতো একটি প্রকল্প দেখে আজ অন্যান্য রাজ্যগুলিও এটি গ্রহণ করছে। তিনি বলেন, আরজি করে একজন মহিলা ডাক্তারের সাথে যখন নারকীয় ঘটনা ঘটে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় একটি আইন পাশ করিয়েছিলেন যাতে ধর্ষণে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া যায়।