সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আবৃত্তি প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা পেল রানীগঞ্জের ছাত্রী কানুপ্রিয়া ব্যানার্জি
বেঙ্গল মিরর, রানীগঞ্জ : ফের একবার শিরোনামে খনি শহর রানীগঞ্জের নাম। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হওয়া “মানকর মঙ্গলম উৎসব ২০২৪” সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম অঙ্গ আবৃত্তি প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা পেল রানীগঞ্জের কুমার বাজার বাসিন্দা ও গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণী ছাত্রী কানুপ্রিয়া ব্যানার্জি। কানুপ্রিয়া ছাড়াও দেবস্মিতা সুস্মিতা অন্বেষা তনুশ্রী সৌমজ্যোতি সম্পূর্ণারাও বিশেষ স্থান অর্জন করে এই প্রতিযোগিতায়।




এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা থেকেও অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নিত্য, আবৃতি অংকন প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ খনি শহরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এরা প্রত্যেকেই রানীগঞ্জের বাসিন্দা এবং শিল্পাঞ্চল রানীগঞ্জের অন্যতম আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা ‘আবৃত্তি একাডেমি রানীগঞ্জ’ এর ছাত্রছাত্রী। কানুপ্রিয়া সহ রানীগঞ্জের প্রত্যেক সফল প্রতিযোগীদের বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মানকর মঙ্গলম সংস্থার সম্পাদক মলয় কুমার শুক্লো। ফের একবার শিরোনামে রানীগঞ্জের নাম উঠে আশায় গর্বিত শহরের মানুষ।