আসানসোলে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, বারাবনিতে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাস্তা দিয়ে সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার দোমহানি বাজার থেকে লালগঞ্জ যাওয়ার রাস্তায় রামপুর গ্রামের কাছে। বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের বাসিন্দা মৃত মহিলার শরিফা বিবি ( ৬৪)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বারাবনির বাসিন্দা শরিফা বিবি দোমহানি বাজার থেকে লালগঞ্জ যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে আসে বারাবনি থানার পুলিশ। কিন্তু ততক্ষণে এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে সেখানে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, কয়েক বছর আগে শরিফা বিবির স্বামী মারা যান। তারপর থেকে শরিফা বিবি রামপুর গ্রামে বাপের বাড়িতে থাকেন।
গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার শীতলা গ্রামের কাছে ১৯ নং জাতীয় সড়কে। শীতলা গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা মৃত পথচারীর নাম সুনীল বাউরি (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের শীতলা গ্রামের বাউরি পাড়ার বাসিন্দা সুনীল বাউরি এদিন সন্ধ্যে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ১৯ নং জাতীয় সড়কে উঠছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি তাকে বেপরোয়া ভাবে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর ট্রাফিক গার্ড পুলিশ ও জাতীয় সড়ক কতৃপক্ষের এ্যাম্বুলেন্স। আসেন বাড়ির লোকেরাও। ঐ যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।