মহালয়ার আগে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত, ৫ গ্রেপ্তার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার মহালয়ার আগেভাগেই রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসন, জোরদার নজরদারি চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল। আর এই নিষিদ্ধ বাজি বিক্রি করার অপরাধে ৫ অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। গত কয়েকদিন ধরেই চলছিল টানা নজরদারি আর তারপরে এবার মহালয়ার আগেভাগেই শব্দ দানব রুখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছিল জোর তৎপরতা। তারই অঙ্গ হিসেবে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ পেল সফলতা। রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে রানীগঞ্জের রাজপাড়া হাটতলা শিব মন্দির মোড় মহাবীর কোলিয়ারী সহ বেশ কয়েকটি এলাকায় অতর্কিতে হানা দিয়ে প্রায় 400 থেকে 500 প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে গ্রীন ক্র্যাকার এর ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা না থাকায় সেই সকল বাজি বিক্রি হচ্ছে রানীগঞ্জ বাজারে।
উল্লেখ্য রানীগঞ্জের শব্দবাজি বাজেয়াপ্ত করার ঘটনা এই প্রথম নয় এর আগেও বহু বার এই দূর্গা পূজার সময়কালে শব্দ দানবের হাত থেকে রক্ষার লক্ষ্যে পুলিশের অভিযান বারংবার লক্ষ্য করা গেছে আর তারপরও চুপিসারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এ সকল শব্দ বাজি বিক্রি এখনো করে চলেছে খনি শহর রানীগঞ্জে যা এবারের পুলিশি অভিযানে আরো একবার স্পষ্ট হলো। রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত এদিন সাফ জানিয়ে দেন, কোন অন্যায় বরদাস্ত করা হবে না, যেখানেই যে কাউকে নিষিদ্ধ বাজি বিক্রি করতে দেখা যাবে তাদের করা হাতে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে। আর তার সাথে কঠিন শাস্তি যা রয়েছে তাও তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে বলেই জানিয়েছেন তিনি।