শারদ উৎসব ১৪৩১ ” বার্ণপুরে আদিবাসী শিশুদের পুজোর উপহার ” আসানসোল মেরিনার্স পরিবারে” র
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রকল্পের নাম “শারদপ্রাপ্তি”। স্লোগান – “পুজোর আনন্দে নতুন জামা “, ” পরবে তোমরা পাশে আছি আমরা “। ঠিক এভাবেই ‘আসানসোল মেরিনার্স পরিবার ” দেবীপক্ষের আগমনীর সূচনায় বুধবার মহালয়ার পুণ্যলগ্নে পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের কেরাডিহি গ্রামের আদিবাসী পরিবারের ৫৯ জন শিশুদের হাতে তুলে দিলো শারদ উৎসবের উপহার।




এই কাজে আসানসোলের মেরিনার্স পরিবারের পাশে ছিলেন স্বদেশ বিকাশ কেন্দ্রের শিক্ষকেরা। যারা প্রতিদিন সমাজ সেবামূলক কাজ করে চলেছেন। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, তারা পুজোর আগে এভাবেই শিশুদের হাতে পুজোর উপহার তুলে দেন। কেরাডিহি আদিবাসী গ্রামের বাসিন্দারা আসানসোল মেরিনার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুজোর আগে উপহার পেয়ে খুশি ছোটরাও।