বার্নপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যুর ঘটনায় বাবার অভিযোগ, দুই নাবালক বন্ধুকে আটক, পুলিশের জেরা
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মহালয়ার দিন বিকেলে আসানসোলের বার্নপুরে মামার বাড়িতে বেড়াতে আসা এক কিশোরের পুকুরের জলে ডুবে মৃত্যু হয়। ১৬ বছরের ঐ কিশোরের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বাবা সুরজিৎ সেনগুপ্ত। সেই অভিযোগের ভিত্তিতে পরে মৃত কিশোরের দুই নাবালক বন্ধুকে আটক করে পুলিশ। তাদের একজনের বয়স ১৫ ও অন্যজনের ১৬ বছর। তাদেরকে জেরা করে ঘটনা সম্পর্কে আসল তথ্য জানার চেষ্টা করছে হিরাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে দুই নাবালকের মেডিকেল পরীক্ষা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরের বাবা তার অভিযোগে বলেছেন, ছেলে সাঁতার জানতো না। পুকুরের পাড় দাঁড়িয়ে থাকার সময় দুই বন্ধুর সঙ্গে ছেলের কোন কারণে ঝগড়া হয়। তখন তারা ছেলেকে পেছন থেকে ধাক্কা মারে। তাতে সে বেসামাল হয়ে পুকুরের জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। তারপর তার মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের পুরুষোত্তমপুরে। বার্নপুরের বিদ্যানন্দপুরের বাসিন্দা মৃত কিশোরের নাম শুভম সেনগুপ্ত (১৬)। বৃহস্পতিবার দুপুরে কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত হয় আসানসোল জেলা হাসপাতালে।
তবে বুধবার ঐ কিশোরের পরিবারের তরফে বলা হয়েছিলো , বার্নপুরের বিদ্যানন্দপুরের শুভম সেনগুপ্ত দিন কয়েক আগে বার্নপুরের পুরুষোত্তমপুরে মামার বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকেলে তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিলো। কিন্তু এদিন অন্য দিনের মতো দুপুরের খাবার খায় শুভম। পরে সে কয়েকজন বন্ধুর সাথে মামার বাড়ির অদূরে একটা পুকুরে মাছ ধরতে যায়। কিন্তু আচমকাই পা পিছলে সে পাড় থেকে পুকুরের জলে পড়ে যায়। মুহুর্তের মধ্যে সে জলে তলিয়ে যায়। বন্ধুরা সঙ্গে সঙ্গে পুকুরের জলে নামে।
আশপাশের লোকেরাও দৌড়ে আসেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় তাকে পুকুরের জল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে এদিন পুলিশের এক আধিকারিক বলেন, মৃত কিশোরের বাবা ঐ দুই নাবালক বন্ধুর নামে লিখিত অভিযোগ করেছেন। তার ভিত্তিতে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে, ঠিক কি ঘটনা ঘটেছিলো ও তারা কি জানে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ কিশোরের মৃত্যুর ঘটনায় আলাদা করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।