PANDESWAR-ANDAL

ঘরে ধস, আতঙ্কে ঘর ছেড়ে আইসিডিএস সেন্টারে আশ্রয় নিল পরিবার

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : ধসের ফলে ঘরের মেঝেতে তৈরি হয়েছে গর্ত । আতঙ্কে গোটা পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আইসিডিএস সেন্টারে । পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার ঘটনা ।
নবগ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথের মুসলিম পাড়ায় শেখ রসু নামে এক ব্যক্তির ঘরের মেঝেতে ধ্বসের ফলে তৈরি হয়েছে গর্ত । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । মাঝে মধ্যে গোটা ঘর কেঁপে উঠছে বলে জানাই পরিবারের সদস্যরা । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানে তিনি পরিবারটিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন একটি আইসিডিএস সেন্টারে । বর্তমানে সেখানে রয়েছে পরিবারের সদস্যরা ।

গৃহকর্তা শেখ রসু বলেন বুধবার আচমকা, গোটা ঘরটি কেঁপে ওঠে বেশ কয়েকবার । কিছুক্ষণ পর ঘরের মেঝেতে দু’জায়গায় ধসের ফলে তৈরি হয় গর্ত । ঘরটিতে বসবাস করে পরিবারের ১২ জন সদস্য ।  যখন তখন ঘরটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি । পঞ্চায়েত সদস্য শেখ সিরাজ জানান ধসের খবর পাওয়া মাত্র পরিবারটিকে আইসিডিএস সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে ।

তিনি অভিযোগ করেন বসতি এলাকার খুব কাছে রয়েছে ইসিএলের সোনপুর বাজারি প্রকল্পের খোলা মুখ খনি । সেখানে দিনের অধিকাংশ সময় ব্লাস্টিং করা হয় । যার ফলে গোটা এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে । বছর দুয়েক আগে নবগ্রাম ফুটবল মাঠেও ধ্বসের ঘটনা ঘটেছিল । তিনি আরও বলেন সম্প্রতি নবগ্রাম গ্রামের অধিকাংশ জায়গা ইসিএল সিবি অ্যাক্টে অধিগ্রহণ করেছে । পুনর্বাসন না দিয়েই খাতা-কলমে এখন জমির মালিক ইসিএল ।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে । এখনো তারা কেউ খোঁজ নিতে আসেনি । বিকেলের মধ্যে আধিকারিকরা ঘটনাস্থলে না এলে পরিবারটিকে নিয়ে এলাকাবাসীরা সংস্থার এরিয়া অফিসের সামনে ধর্নায় বসবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *