রেলকর্মীর মোটরবাইকে আগুন, অল্পের জন্যে প্রাণে রক্ষা
বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রেল শহর চিত্তরঞ্জনে এক রেলকর্মীর মোটরবাইকে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটলো। শুক্রবার সন্ধ্যের পরে হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অফিস থেকে নিজের মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আচমকাই বাইকের ইঞ্জিনে আগুন ধরে যায়। কোন মতে বাইক থেকে নেমে পড়ায় প্রানে রক্ষা পান রেল কর্মী তৈমুর প্রসাদ। আগুন লেগে মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রেল কর্মীর ঐ মোটরবাইক। শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিসের কাছে।
এ প্রসঙ্গে রেল কর্মী তৈমুর প্রসাদ বলেন, আমি অন্য দিনের মতো শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ জিএম অফিস থেকে কাজ শেষ করে ক্যান্টিনের সামনে দিয়ে মোটরবাইক নিয়ে আমলাদহির ২৩ নম্বর রাস্তার ১৬/ডি রেল আবাসনে ফিরছিলাম। জিএম অফিস পার করতেই আমি বুঝতে পারি যে, আমার বাইকে হঠাৎ করেই আগুন জ্বলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমি বাইক ছেড়ে রাস্তার পাশে কোনমতে দাঁড়িয়ে পড়ি।
দেখি বাইকের ইঞ্জিন দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি তার সহকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে আরপিএফ ও দমকলের ইঞ্জিন দমকলকর্মীরা সেখানে পৌঁছান। তবে ততক্ষণে বাইকটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে এমন ঘটনা ঘটলো তা অবশ্য তিনি বুঝতে পারছেন না।
তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশ ও দমকলকর্মীদের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারনে মোটরবাইকে আগুন লেগে যায়।