KULTI-BARAKAR

কুলটি রেল ক্রসিং এ ওভার ব্রিজের কাজ শীঘ্রই, পরিদর্শনে বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল রেল মণ্ডলের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশন। এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়ক পথ দিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নং ৬২, ৬৩, ১৭, ৭০ মোট ৪টি ওয়ার্ডে প্রায় ২৫টি পাড়া রয়েছে। জনসংখ্যা বহুল এই সব পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিন থেকে দাবি ছিল ওভারব্রিজের। কুলটি স্টেশনে যখনই একটি ট্রেন পার হয় তারপর দীর্ঘক্ষণ যানজটে পরিণত হয়ে যায় কুলটি স্টেশন লাগোয়া এলাকায়। তাই এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে দাবি তুলে কুলটি স্টেশনের একটি ওভারব্রিজের।

রেল কর্তৃপক্ষের তরফে একাধিকবার পরিদর্শন করা হয়েছে কুলটি স্টেশন, কিন্তু কোন কাজ হয়নি। আজ শনিবার দুপুর ১২ টায় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কুলটি স্টেশনে ওভারব্রিজ নিয়ে পরিদর্শন করলেন। বিধায়ক বললেন খুব তাড়াতাড়ি ওভারব্রিজের কাজের সূচনা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *