অধিকার আন্দোলনের কর্মীদের বাড়িতে এনআইএ তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ সভা
বেঙ্গল মিরর, আসানসোল : অধিকার আন্দোলনের কর্মীদের বাড়িতে এন আই এ তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ সভা: গত ১ অক্টোবর ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের নেত্রী সুদীপ্তা পাল,আরেক সংগঠক শিপ্রা চক্রবর্তী সহ রাজ্যের বিভিন্ন স্থানের অধিকার আন্দোলনের কর্মীদের বাড়িতে এন আই তল্লাশি ও তাদের বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্তকর প্রতিবাদের অধিকার বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে আজ ( ৬ অক্টোবর) আসানসোল বিএনআর মোড়ে বিভিন্ন শ্রমিক ও অধিকার সংগঠনের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা হয়।শ্রমিক নেত্রী সুদীপ্তা পাল বলেন কিভাবে তাকে কোন সময় না দিয়ে এজেন্সি আধিকারিকরা ভোরে তার বাড়িতে ঢুকে পরে।তাঁর বিরুদ্ধে কোন এফ আই আর না থাকা সত্বেও এই তল্লাশি কেন,তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এই সভায় বক্তব্য রাখেন ডাঃ স্বাতী ঘোষ ( আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন),সৌমেন্দু গাঙ্গুলি ( ইস্কো মজদুর ইউনিয়ন), মানিক সমাদ্দার ( মজদুর ক্রান্তি পরিষদ),প্রদীপ ব্যানার্জী ( এআইসিসিটিইউ), স্বপন দাস ( দলিত ও সংখ্যালঘু গণমঞ্চ), সুমন কল্যাণ মৌলিক ( অধিকার কর্মী),ইন্দ্রজিত মুখার্জি ( দুর্গাপুর গণ অধিকার মঞ্চ),উমেশ দুষাদ( অধিকার ইউনিয়ন)। সভা পরিচালনা করেন বাবুয়া চৌধুরী। বক্তারা এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন।