ASANSOL

আসানসোলের মুখার্জি পরিবারের দুর্গাপূজোর রজতজয়ন্তী বর্ষ, থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল,  রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এসবি গরাই রোডের শ্রীপল্লী শ্রী সংঘ ক্লাব সংলগ্ন মুখার্জি পরিবারের দূর্গাপুজো এবার ২৫ বছরে পড়লো। তাই রজতজয়ন্তী বর্ষের দুর্গাপূজোকে মুখার্জি পরিবারের সদস্যরা উৎসাহ ও উদ্দীপনা  উদযাপন করার প্রস্তুতি নিয়েছে। এই রজত জয়ন্তী বর্ষে যারা মুখার্জি পরিবারের একচালায় সাবেকিয়ানার ধাঁচে মায়ের মূর্তি দেখতে আসবেন, তাদের বিনোদনের জন্য নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখার্জি পরিবারের বাড়ির নবনির্মিত মন্দিরে এবছর পুজিত হবেন মা দূর্গা। মঙ্গলবার পঞ্চমীর সন্ধ্যাতেই সেজে মন্দির ও আশপাশের এলাকা। দেওয়া হয়েছে আলোকসজ্জাও।


এ প্রসঙ্গে মুখার্জি পরিবারের গৃহকর্তা মৃত্যুঞ্জয় মুখার্জি বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমার পরিবার পূজোর আয়োজন করেছে। এবার ২৫ তম বছর বা রজত জয়ন্তী বর্ষ  হিসাবে পালিত হবে।  প্রস্তুতি বলতে গেলে সারা হয়েছে। বুধবার ষষ্ঠীর দিন থেকে নিয়ম মেনে মায়ের পুজো শুরু হবে।  তিনি আরো বলেন, এবারের পুজো উপলক্ষে কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি  আসানসোল শিল্পাঞ্চলের সাধারণ মানুষদেরকে আহবান জানিয়ে বলেন, আপনারা সবাই মায়ের পূজায় আন্তরিকভাবে অংশগ্রহণ  এবং উৎসাহের সাথে এক সঙ্গে উদযাপন করুন।     
★★ মুখার্জি পরিবারের পুজো ওবসাংস্কৃতিক প্রতিযোগীতা সহ অনুষ্ঠানের তালিকা——-
৯ অক্টোবর ( বুধবার)  মহাষষ্ঠী, ১০ অক্টোবর ( বৃহস্পতিবার)  মহা সপ্তমী, ১১ অক্টোবর ( শুক্রবার) মহা অষ্টমী ও মহা নবমী, ১২ অক্টোবর ( শনিবার)  বিজয়া দশমী, ১৩ অক্টোবর ( রবিবার) একাদশী (সকল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা, সবার জন্য)। 

★★ ১.১৩ অক্টোবর (রবিবার) – সন্ধ্যা ৭টা থেকে গানের প্রতিযোগিতা, (সকলের জন্য) ১ম পুরস্কার – ২০০০/-, ২য় পুরস্কার – ১৫০০ /-, ৩য় পুরস্কার – ১০০০/।
২. আপনার পছন্দ মতো গান (সকলের জন্য) ১ম পুরস্কার- ১০০০ /- ২য় পুরস্কার- ৭০০/- ৩য় পুরস্কার- ৫০০ /-।
৩. কুইজ প্রতিযোগিতা: প্রতিটি সঠিক উত্তরে স্পট উপহার দেওয়া হবে। দুর্গাপূজোর এই রজত জয়ন্তী বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিতে যোগাযোগের ফোন নম্বর —- 8617874632/7001708011।
        ১৪ অক্টোবর ( সোমবার)    মুখার্জি পরিবারের মা দুর্গার প্রতিমা বিসর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *