বার্নপুরে আইএসপির চারটি আবাসনে লুটপাট
বেঙ্গল মিরর,, বার্নপুর: প্রকাশ্য দিবালোকে হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর সেল আইএসপি-র এবি টাইপ চারটি আবাসনে দুষ্কৃতীরা লুটপাট করেছে৷ অপরাধীরা SAIL ISP কর্মীদের চারটি আবাসন থেকে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করেছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কাউন্সিলর অশোক রুদ্র। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। কাউন্সিলরও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/10/img-20241008-wa03012871867079862850721-500x281.jpg)
সেইল আইএসপি কর্মী হেমন্ত পান্ডা জানান, অপরাধীরা তার আবাসন থেকে সোনার অলঙ্কার ইত্যাদি চুরি করেছে। খবর পেয়ে পুলিশ ও কাউন্সিলর আসেন। তাদের দাবি দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হোক। জানা গেছে, আইএসপি-এর AB টাইপ কোয়ার্টারে G 2 এবং 4, 37-1 এবং 21-1 ইউনিট থেকে প্রায় 2.5 লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে৷